কুষ্টিয়া জেলা প্রতিনিধি : শনিবার জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়া এর আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রদত্ত অস্বচ্ছল সংস্কৃতি সেবী ও সাংস্কৃতিক সংগঠনকে ২০১৯ -২০২০ অর্থ বছরের আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মোট ১৩৪ জনকে ১৪,৪০০ টাকা থেকে ৩৬০০০ টাকা পর্যন্ত বিভিন্ন অংকের অর্থের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুহাম্মদ ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি), আবু রাসেল, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া, সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম (জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়া) , সুজন রহমান (জেলা কালচারাল অফিসার কুষ্টিয়া), শাহিন সরকার (যুগ্মসাধারণ সম্পাদক জেলা শিল্পকলা একাডেমী কুষ্টিয়া) ও শহিদুর রহমান রবি (যুগ্মসাধারণ সম্পাদক জেলা শিল্পকলা একাডেমী কুষ্টিয়া) এছাড়া উপস্থিত ছিলেন, বিভিন্ন ধারার সংস্কৃতিসেবীগণ। উল্লেখ্য ১৯৯০ সাল থেকে অসচ্ছল শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয় । তৎকালীন সময়ে ১৯৯০ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৩০ জন অসচ্ছল সংস্কৃতি সেবীর মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান হয়। কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলামের অক্লান্ত পরিশ্রম এবং স্থানীয় সরকারের সহযোগিতায় অদ্যবধি ১৩৪ জনে এসে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশের সংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত সকল ব্যক্তির প্রতি সুদৃষ্টি রয়েছে। বর্তমান বৈশ্বিক মহামারী করোনা-ভাইরাস এর প্রাদুর্ভাবে খাদ্য সংকটে তিনি দেশের সকল শ্রেণীর মানুষের সাথে ,সাথে শিল্পী সমাজের উপরেও রেখেছেন সুদৃষ্টি। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বর্ধিত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।