1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় সামাজিক দূরত্ব মানছে না ইজিবাইক ও মাহিন্দ্রাগামী যাত্রীরা!

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৪৩২ বার নিউজটি পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে ৬৬ দিনের সাধারণ ছুটির পর সামাজিক দূরত্ব বজায় রেখে গত ৩১ মে থেকে খুলে দেয়া হয়েছে অফিস, আদালত। চলছে গণপরিবহনও। পাশাপাশি বিপণী বিতান, হাট, বাজারে সাধারণ মানুষকে যাতায়াত ও কর্মকান্ড পরিচালনার নির্দেশনা দিয়েছে সরকার কিন্তু ঝিনাইদহে রাস্তায় লেগুনা, ইজিবাইক ও মাহিন্দ্রায় চলাচলরত যাত্রীদের ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মোটেও মানা হচ্ছে না। ইতিমধ্যে কুষ্টিয়া জেলাকে গ্রীণ জোন হিসাবে চিহিত করায় ও লোকডাউন না দেওয়ায় জনসাধারন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে ইজিবাইকে চালকসহ ৬ জন, মাহিন্দ্রায় চালকসহ ৫-৬ জন পর্যন্ত মুখে মাকস ব্যবহার না করে চলাচল করতে দেখা যাচ্ছে। অপরদিকে গত সোমবার থেকে সারাদেশের ন্যায় কুষ্টিয়ায় বাস চলাচল শুরু হয়েছে। পূর্বের ভাড়ার সাথে সরকার ঘোষিত ৬০ ভাগ বৃদ্ধি করে প্রতিটি রুটে বাস ভাড়া বেশি নেয়া হচ্ছে। সেখানে বাস কর্তৃপক্ষ আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিচ্ছেন এমন চিত্র দেখা গেছে। তবে বাসের ভাড়া প্রায় দ্বিগুণ হওয়ায় সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছেন। সরেজমিন কুষ্টিয়া শহরের মজমপুর বাসস্ট্যান্ড, টার্মিনাল সহ বিভিন্ন সড়ক মহাসড়ক প্রদক্ষিন করে দেখা গেছে, সামাজিক দূরত্ব বজায় না রেখেই লেগুনা, ইজিবাইক ও মাহিন্দ্রায় যাত্রীরা চলাচল করছেন। এক্ষেত্রে যাত্রী বা চালক কারও কোন প্রকার বাধা নেই। এ বিষয়ে লেগুনা ইজিবাইক-মাহিন্দ্র চালক ও যাত্রীদের কাছে জানতে চাইলে চালকরা বলেন, ২/৩ জন যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছালে সারাদিন যে টাকা আয় হবে, তা মহাজনদের দিতে গেলেও কম হবে। তাহলে আমরা পরিবার পরিজন নিয়ে খাব কি? এ বিষয়ে যাত্রী সুজন হোসেন বলেন, ২/৩ জন যেতে হলে দিগুণ ভাড়া গুণতে হবে, তাই বিপদ জেনেও এভাবে চলাচল করছেন তারা। অপরদিকে কুষ্টিয়া শহর ও শহরের বাইরে গিয়ে দেখা গেছে, সেখান থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া বাসে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিচ্ছেন। সরকার ঘোষিত ৬০ ভাগের অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে।
এ বিষয়ে যাত্রীদের সাথে কথা বললে অতিরিক্ত ভাড়ার বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়ায় তারা বলেন, করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কুষ্টিয়া মোটর মালিক সমিতির সহ- সাধারন সম্পাদক বলেন, সরকার যে টাকা নির্ধারণ করেছেন, আমরা সে মোতাবেক যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছি। তাছাড়া আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়েই বাস ছেড়ে দেয়া হচ্ছে। সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রেখেই সব কিছু করা হচ্ছে বলে তিনি জানান। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে গণপরিবহনে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে মাঠে মোবাইল টিম কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x