কুষ্টিয়া প্রতিবেদক : কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ আমজাদ আলি খানের ১বিঘা জমির শতাধিক কলাগাছ কেটে ফেলে দিয়েছে দূর্বৃত্তরা। রবিবার রাতে শহরতলীর মিললাইন এলাকায় এই ঘটনা ঘটে। কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ আমজাদ আলি খান জানান, তার কলাবাগানের প্রতিটি গাছে কাদভর্তি কলা ছিল। এলাকার কিছু মাদকসেবী রবিবার রাতে তার জমির সীমানার বেড়া ভেঙ্গে শতাধিক কলাগাছ ও ৫০টি বিভিন্ন জাতের চারাগাছ উপরে ফেলে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে। এই জঘন্য ঘটনার সুষ্ঠ বিচারের দাবীও জানান ওই শ্রমিক নেতা।
কুষ্টিয়া মডেল থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনাস্থলে পরিদর্শন করেন। তিনি বলেন উক্ত মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।