আরাফাত হোসেন, কুষ্টিয়া : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল আজ (৮জুন) সোমবার বিকেল ৩.৪০ মিনিটের সময় ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন লালন শাহ্ সেতুর টোল প্লাজার পাশে গোল চত্তর এর দক্ষিণ পাশের্^ পাঁকা রাস্তা উপর’’ মাদক বেচা কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পাবনা জেলা ও থানাধীন শালিক দিয়া (মালিথাপাড়া) গ্রামের ছলেমান মালিথার ছেলে ইমদাদুল মালিথাকে সন্দেহ হলে তার দেহ তল্লাশী করে এবং তার কাছ থেকে ফেন্সিডিল-৮০ বোতল পাওয়া যায়। এরই প্রেক্ষিতে তাকে আটক করে র্যাব-১২। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামার থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যাক্তি কে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করে।