কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ (০৯ জুন) ৩৬০ টি স্যাম্পলের (কুষ্টিয়া ২০০, চুয়াডাঙ্গা ৬৬, মেহেরপুর ৫২, ঝিনাইদহ ৪২) মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ৯ জন, মিরপুর উপজেলায় ২ জন, খোকসা উপজেলায় ২ জন ও কুমারখালী উপজেলায় ২ জন মোট ১৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে৷
চুয়াডাঙ্গা জেলায় ৪ জন, ঝিনাইদহ জেলায় ৫ জন ও মেহেরপুর জেলায় ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় ২ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়ার সদর উপজেলায় আক্রান্ত ৯ জনের ঠিকানা কোর্টপাড়া, মজমপুর, কমলাপুর, ৩ জন খাজানগর, ৩ জন জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া। মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা পোড়াদহ। কুমারখালী উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা নন্দলালপুর ও কুমারখালী পৌরসভা। খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা জানিপুর, খোকসা।