কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়া কুমারখালী এলাকার নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া বজ্রপাতে ৫ম শ্রেণীর ছাত্র সোহাগ (১১) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (৯জুন) মঙ্গলবার বিকাল ৪ টায়। সে কাশেমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
এলাকাবাসি ও পুলিশ জানায়, নন্দলালপুর ইউনিয়ন বাঁশআড়া এলাকার মকছেদ আলীর ছেলে সোহাগ বিকালে ঘুড়ি উড়ানোর কথা বলে মাঠে যায় সেখানেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায়। পরে পরিবারের সদস্যরা জীবিত মনে করে কুমারখালী স্বাস্থ্যকমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।