তারেক, কুষ্টিয়া : ২০২০ সালের ৩১ মার্চ সন্ধ্যা ৬:১৫ মিনিটের সময় কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন পাহাড়পুর দক্ষিণ পাড়া গ্রামস্থ’ মোঃ মিন্টু মিস্ত্রির বাড়ীর সামনে রাস্তার উপর জোড়া খুনের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পুত্র মোঃ নূর ইসলাম বাদী হলে কুমারখালী থানায় ০১টি হত্যা মামলা দায়ের করেন। যার কুমারখালী মামলা নং-০১, তারিখ-০১/০৪/২০২০ খ্রিঃ। ধারাঃ ১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড। ঘটনার পর হতেই র্যাব উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদের’কে গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাত আনুমানিক ১০.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চাঞ্চল্যকর জোড়া খুনের এজাহার নামীয় পলাতক ৪ নং আসামী কুষ্টিয়া জেলার সদর থানাধীন সস্তিপুর এলাকায় অবস্থান করছে এবং সেখান থেকে বাসযোগে ঢাকা পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদ প্রাপ্তির ভিত্তিতে র্যাব-১২ একটি আভিযানিক দল উক্ত পলাতক আসামীকে গ্রেফতারের জন্য দ্রুত অভিযান পরিচালনা করে। আসামী মোঃ ভুট্ট শেখ (৪২), পিতা-মহন শেখ, সাং-পাহাড়পুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। সে উক্ত চাঞ্চল্যকর মামলার এজাহার নামীয় ৪নং আসামী। আসামী’কে কুষ্টিয়া কুমারখালী থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।