আরাফাত হোসেন, কুষ্টিয়া : আজ (৯জুন) মঙ্গলবার দুপুর ২:৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ধরমপুর বাজরস্থ মিলনের সেলুনের দোকান হতে’’ গোপন সংবাদ দাতার দেয়া বর্ণনা মতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন রামচন্দ্রপুর এলাকার সাবদুল বারি বিশ^াসের ছেলে নাঈম বিশ^াস ফেসবুক এর মাধ্যমে ইচ্ছাকৃত ভাবে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে মানহানিকর বিভ্রান্ত মূলক, আক্রমনাত্বক, ভীতি প্রর্দশক, মিথ্যা বলে জানা থাকা সত্ত্বেও রাষ্ট্রের ভাবমূর্তি, সুনাম ক্ষুণ্নু করার উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ায়ে বিভিন্ন পোষ্ট করে এবং মিথ্যা অপপ্রচার করে দেশের মধ্যে অস্থিরতা বা বিশৃংখলা সৃষ্টি করার অপরাধে তাকে আটক করে র্যাব। পরবর্তীতে উক্ত আটককৃত নাঈম বিশ^াস (২১), মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত নাঈম বিশ^াসের বিরুদ্ধে কুষ্টিয়া ভেড়ামারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করে।