কুষ্টিয়া প্রতিবেদক : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কারামুক্তি দিবস ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ আলী খানের পৈত্রিক সম্পত্তি ১ বিঘা জমিতে দূর্বৃত্ত্বরা কলাগাছ কাটায় আজ (১১জুন) বৃহস্পতিবার বঙ্গবন্ধু সুপার মার্কেটে বিকাল ৫ টার সময় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম মিন্টু, শহর শ্রমিকলীগের সভাপতি মাসুদুর রহমান স্বপন, শহর শ্রমিকলীগের সহ-সভাপতি শেখ মারফত আহমেদ, শহর শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী, ১৪নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি সোহেল রানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ আমজাদ আলি খানের ১বিঘা জমির শতাধিক কলাগাছ কেটে ফেলে দিয়েছে দূর্বৃত্তরা। রবিবার রাতে শহরতলীর মিললাইন এলাকায় এই ঘটনা ঘটে। কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ আমজাদ আলি খান জানান, তার কলাবাগানের প্রতিটি গাছে কাদভর্তি কলা ছিল। এলাকার কিছু মাদকসেবী রবিবার রাতে তার জমির সীমানার বেড়া ভেঙ্গে শতাধিক কলাগাছ ও ৫০টি বিভিন্ন জাতের চারাগাছ উপরে ফেলে। উক্ত প্রতিবাদ সভায় দ্রুত চিহ্নিতদের আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির দাবী করে।