কুষ্টিয়া জেলা প্রতিনিধি: জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়া আয়োজিত অনলাইন ভিত্তিক নজরুল সংগীত প্রতিযোগিতা ২০২০, আয়োজন করা হয়েছে। চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে এর প্রভাব পড়েছে বাংলাদেশের উপরেও। এতে সকল পেশার শ্রেণীর মানুষের মধ্যে পড়েছে কর্ম নিরুৎসাহিতার প্রভাব। দেশের সকল সংস্কৃতি সেবীদের সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার ক্ষেত্রে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ গৃহে থেকে সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার প্রচেষ্টায় অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে। এর ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি এর উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী অনলাইন ভিত্তিক নজরুল সংগীত প্রতিযোগিতা আয়োজন করেছে। প্রতিযোগীদের পাঠানো ভিডিও প্রাথমিক পর্যায়ে তিন থেকে চার বিশিষ্ট বিচারক মন্ডলীর
বাছাইকৃত গানের নির্বাচনের মাধ্যমে পরবর্তী পর্বের জন্য প্রতিযোগী নির্বাচন করা হবে। অনুষ্ঠানটি প্রচারিত হবে জেলা শিল্পকলা একাডেমী কুষ্টিয়া এর ফেসবুক পেজে। বিজয়ীদের বিশেষ পুরস্কার প্রদান করা হবে। দেশে চলমান মহামারী চলাকালীন সময়ে সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন কুষ্টিয়া এবং দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিসেবীরা । সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া বরাবরই দেশের মানুষের জন্য নানা ধরনের সংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে । এই প্রতিযোগিতার মাধ্যমে শিল্পীদের সংস্কৃতি চর্চা অব্যাহত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিজ নিজ গৃহে থেকে সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার জন্য জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়ার পক্ষ থেকে সকল সংস্কৃতিসেবীদের অনুরোধ করা হয়েছে।
অংশগ্রহণের নিয়মাবলিঃ
কুষ্টিয়া জেলার অন্তর্গত ১৫ থেকে ৩০ বছর বয়সী শিল্পী প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
অনধিক ৩ মিনিট ৩০ সেকেন্ডের একটি নজরুল সংগীতের ভিডিও রেকর্ড করে নিম্নলিখিত
whatsapp/ imo/ অথবা Email এ
নাম, ঠিকানা, বয়স ও মোবাইল নম্বর সহ প্রেরণ করতে হবে।
ভিডিওতে কোনোরূপ ইফেক্ট ব্যবহার করা যাবে না প্রয়োজনে তাল যন্ত্র ব্যবহার করা যেতে পারে।
Whatsapp/imo no: ০১৭১৭-০০৭৭৮৩
ভিডিও পাঠানোর শেষ তারিখ আগামী ২২ জুন ২০২০
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন
www.facebook.com_zilla Shilpakala academy kushtia
এ জাতীয় আরো খবর ....