কুষ্টিয়া প্রতিবেদক : কুষ্টিয়ায় এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার পর ঘরের আড়ার সাথে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) শহরের বৃত্তিপাড়ার পশ্চিম আব্দালপুর নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধু ইয়াসমিন ইসলামী বিশ^বিদ্যালয় থানাধীন মাঠপুর গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।
নিহতের ভাই বাদশা জানান, ২০১৭ সালে তার মেয়ের সাথে বিয়ে হয় পশ্চিম আব্দালপুর বাজারের পাশে গ্রামের জামিরুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান টিটু সাথে। বিয়ের পর থেকে তার মেয়েকে যৌতুকের দাবীতে প্রায়ই মারধর করতো। চাহিদামত তাকে কয়েকদফা যৌতুকের টাকাও দেওয়া হয়। তার জামাই মোস্তাফিজুর রহমান টিটু পুলিশে চাকুরী করতো। মেয়েকে কর্মস্থলে যেতে দিত না শাশুড়ি ও শশুর এবং দেবর। তার স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলতে দিতে না তার শ্বশুর বাড়ীর লোকজন । বিয়ের পরে গহনা বাবদ ২ লক্ষ টাকা নেন ছেলের পরিবার।
যৌতুক লোভি স্বামী পুলিশ কনেষ্টবল মোস্তাফিজুর রহমান যৌতুকের টাকা, মটর সাইকেল এর জন্যই এই হত্যা বলে নিহত পরিবারের অভিযোগ। যৌতুক নিয়ে সংসারে প্রায় সময় ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। এর আগে মোটরসাইকেলের দাবিতে ইয়াসমিনকে শারীরিক র্নিযাতন করে মেহেরপুর বাসা থেকে শশুরবাড়িতে পাঠিয়ে দেয় ওই পুলিশ কনেষ্টবল।