আরাফাত হোসেন, কুষ্টিয়া : জেলা পুলিশ কুষ্টিয়ার এক সুপরিচিত নাম শেখ ওবায়দুল্লাহ। ইতোপূর্বে সে পুলিশ লাইন্স,কুষ্টিয়া, কুষ্টিয়া মডেল থানার ওসি(অপারেশন), ভেড়ামারা মডেল থানার ওসি (তদন্ত) এবং সবশেষ তিনি ভেড়ামারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব পালনকালে তিনি অস্ত্র,মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আপোষহীনভাবে কাজ করে গেছেন।
মিষ্টভাষী এই মানুষটি বদলি জনিত কারনে হঠাৎ এপিবিএন এয়ারপোর্ট উত্তরায় বদলি হয়ে ঢাকায় চলে যান। ঢাকা হতে কুষ্টিয়া জেলায় আবারো তার পোস্টিং হয়। আজ তিনি এই জেলার পিবিআই (পুলিশ ইনভেস্টিগেশন অফ ব্যুরোতে) যোগদান করলেন।
তিনি তাজা সংবাদকে জানিয়েছেন, ভালোবাসার কাছের মানুষগুলো যারা সর্বদা তার পাশেই ছিলেন এবং তার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করেছেন, তাদের প্রতি তিনি মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং সকলের জন্য তার অফুরন্ত দোয়া ও ভালোবাসা জানিয়েছেন। সেই সঙ্গে তার উপর অর্পিত দায়িত্ব যাতে সততার সাথে যথাযথ ভাবে পালন করতে পারেন এই
জন্য সকলের কাছে দোয়া ও
সহযোগিতা কামনা করেছেন।