কুষ্টিয়া প্রতিবেদক : কুষ্টিয়া মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ডা: আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা: রেজাউল করীম রেজা। শনিবার (১৩ জুন) রাতে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন কুষ্টিয়া জেলা বিএমএ এর সভাপতি কুষ্টিয়া মেডিকেল কলেজ এর সদ্য বিদায়ী অধ্যক্ষ ডা: এস.এম.মুসতানজীদ ও চিকিৎসক নেতা জেলা বিএমএ এর জেনারেল সেক্রটারী ও কুষ্টিয়া স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) এর সভাপতি ডা: এএফএম আমিনুল হক রতন। নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি হয়েছেন ডা: শ্রেয়সী দত্ত সরকার , ডা: মাসতুরা মীম ও ডা: মুমসাদ সায়েম পুনম ও ডা: প্রশান্ত কুমার ধর। যুগ্ম সাধারণ সম্পাদক ডা: আব্দুল্লাহ আল মামুন , ডা: মোয়াজ্জেম হোসেন ও ডা: ইফফাত জাহান তনুজা, । সাংগঠনিক সম্পাদক ডা: জিন্নাহ সায়ের মাহমুদ ও ডা: কনক চক্রবর্তী
কোষাধ্যক্ষ ডা: ডা: রাগবির হোসেন , প্রচার প্রকাশনা সম্পাদক ডা: মনিকা ইসলাম মৌ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রন্জিতা সরকার, দপ্তর সম্পাদক ডা: সাদিয়া মৌ, রোগী কল্যাণ সম্পাদক ডা: নুরুন নাহার ঝরা, ছাত্র কল্যান সম্পাদক ডা: রাজিব রওশন , ক্রীড়া সম্পাদক ডা: আল মুন্তাসির,পরিবশে বিষয়ক সম্পাদক ডা: তারেক হাসান ধর্ম বিষয়ক সম্পাদক ডা: মলি রানী ঘোষ, দুর্যোগ ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা: সৌভিক সরকার, বিঙ্গান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা: সোনাপতি রানী বিশ্বাস । উক্ত কমিটিতে কার্যকরী কমিটির ৩ জন সদস্য হচ্ছনে ডা: শামীমা নাসরিন, ডা: তাহসিনা আহমেদ, ডা: মাশকুরা জাহান কলি।কুষ্টিয়া মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) ২০২০-২০২১ এর
নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃদ্বে কমিটিকে সোমবার জেলার চিকিৎসক নেতুবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় কালে চিকিৎসক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বর্তমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতিতে কুষ্টিয়া মেডিকেল কলেজের মত একটি নিরাপদ কর্মস্থলে স্বতঃস্ফূর্তভাবে সাধারন মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করবে ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।