রিয়াজুল ইসলাম সেতু : কুষ্টিয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী রেড জোনে লকডাউন ২১ দিন ব্যাপী এই লকডাউন চলবে। জেলা প্রশাসন বাস্তবায়নে আজ বুধবার দুপুর ২:০০ টার সময় রেড জোন এলাকাগুলোতে সর্তকমূলক ঘোষণা চালায়। রেড জোনে দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত বন্ধ থাকবে, সাধারণ ছুটিও থাকবে। ঘোষিত রেড জোন এলাকা হল কুষ্টিয়া সদর উপজেলা হাটশ হরিপুর ইউনিয়ন, জেলা শহরের আটটি ওয়ার্ড ও ভেড়ামারা উপজেলার দুইটি ওয়ার্ড এবং উপজেলা শহরের সাতটি ওয়ার্ড।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানিয়েছেন ঘোষিত রেড জোনে এলাকায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিবে পুলিশ। করোনা সংক্রামন এড়াতে তিনি রেড জোন এলাকার মানুষজনকে ঘরে অবস্থান করতে বলেছেন। বিশেষ প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়ার মডেল থানার ওসি গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।