এনামুল হক ইমন , কুষ্টিয়া : কোভিড-১৯ প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রমন, নিয়ন্ত্রন ও প্রতিরোধে কুষ্টিয়া কুমারখালী উপজেলার ৫ নং ওয়ার্ডের সুনামধন্য কাউন্সিলর ও কুমারখালী পৌরসভার সম্মানিত প্যানেল মেয়র এস এম রফিকের দায়িত্বশীল কর্মকান্ডে সর্বমহলে তিনি প্রংশিত হয়ে উঠেছেন | এই ভাইরাস সংক্রমন রোধে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে… বিদেশ থেকে ফেরত হোম কোয়ারেনটিন নিশ্চিত করা, মুখে মাক্স নেওয়া, বার বার সাবান দিয়ে হাত পরিষ্কার করা, সামাজিক দুরত্ব বজায় রাখা’সহ সাধারন মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে এখন পর্যন্ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এই কাউন্সিলর এস এম রফিক | বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও করোনাভাইরাস পরিস্থিতি মহামারি আকার ধারন করায় কুষ্টিয়া কুমারখালী উপজেলার ৫ নং ওয়ার্ডের স্বনামধন্য কাউন্সিলর এস এম রফিক পৌ্রসভার সকল হাটবাজার, জনগুরুত্বপূর্ন স্থান ও মহাসড়ক’সহ বিভিন্ন সড়কে মাইকিং করে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করে যাচ্ছেন | তিনি নিজেই প্রতিদিন সকাল থেকে রাত ৮টা অবধি পৌ্রসভার গুরুত্বপুর্ন এলাকায় মাইকিং এর মাধ্যমে এই সচেতনতামুলক বার্তা পৌছে দিচ্ছেন | এছাড়াও তিনি তথ্যের ভিক্তিতে নিজ ওয়ার্ডে হোম কোয়ারেনটাইন ব্যাক্তিদের বাসায় সরকারি অনুদানের পাশাপাশি নিজ উদ্দ্যোগেও খাবার পৌছে দিচ্ছেন | এ ব্যাপারের পৌ্রসভার মেয়র আলহাজ্ব শামসুজ্জামান অরুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রানঘাতী করোনাভাইরাস মোকাবেলায় দেশের এই ক্রান্তিকালে আমার কুমারখালী পৌ্রসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র এস এম রফিক অগ্রনী ভুমিকা পালন করে চলেছে | তিনি আরো বলেন, আমার পৌ্রসভার কাউন্সিলরদের মধ্যে রফিক একজন অত্যান্ত মেধাবী ও পরিশ্রমি ছেলে | তিনি করোভাইরাস পরিস্থিতিতে নিজের ওয়ার্ড’সহ পৌ্রসভার গুরুত্বপুর্ন স্থানগুলোতে করোনাভাইরাস মোকাবেলায় ব্যাপক ভুমিকায় পালন করে আসছে | এ ব্যাপারে কুমারখালী ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, সারাদেশের ন্যায় কুমারখালী উপজেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় মেয়র মহদয়ের নির্দশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি | চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ডাক্তার, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মচারি-কর্মকর্তা’সহ অনেকে স্বার্বীকভাবে সহযোগিতা করে যাচ্ছেন | এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি | তিনি আরো বলেন, আতংকিত না হয়ে সরকারী নির্দেশনা মেনে নিরাপদ দুরুত্ব বজায় রাখা’সহ করোনা সংক্রমনরোধে সবাইকে নিজ নিজ বাড়িতে থাকার আহ্ববান জানান |