ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ কুমিড়া এলাকায় রাস্তা মেরামত করেছেন যুব সমাজের সংগঠনের সদস্যরা। আজ (১৭) জুন রোজ বুধবার সকাল ১০ টার সময় কুমিড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে অত্র গ্রামের প্রধান রাস্তা সংস্কার করা হয়েছে। জানা যায় দীর্ঘ ২ বছর যাবৎ রাস্তাটি জনসাধারণের চলাচলের অনুপযোগী ছিল। এতে করে গ্রামের মানুষের চলাচলের কষ্টের সীমা ছিল না। এমতাবস্থায় গ্রামের যুব সমাজের নিকট বিষয়টি নজরে আসে। অবশেষে গ্রামের যুব সমাজের যৌথ প্রচেষ্টায় রাস্তাটি সংস্কার করা হয়। সংস্কার কাজে অর্থ প্রদান করেন কুমিড়া গ্রামের সর্বসাধারণ।