এনামুল হক ইমন, কুমারখালী : জননেত্রী শেখ হাসিনার দর্শন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে এবং কুষ্টিয়া -৪ (খোকসা – কুমারখালী) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ (এম.পি.) এর দিকনির্দেশনায় আজ কুমারখালীতে সৌরবিদ্যুৎ বিতরনের শুভ উদ্বোধন করা হয়। সৌরবিদ্যুৎ বিতরণকালে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সাধারন সম্পাদক ও কুমারখালী পৌরসভার সম্মানিত মেয়র জনাব আলহাজ্ব সামছুজ্জামান অরুন, কুমারখালী পৌর আওয়ামীলীগ এর বিপ্লবী সাধারন সম্পাদক আক্তারুজ্জামান নিপুন সহ অন্যান্য আরোও নেতৃবৃন্দ। সৌর বিদ্যুত বিতরণ শেষে কুমারখালী পৌরসভার সম্মানিত মেয়র ও কুমারখালী উপজেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সাধারন সম্পাদক আলহাজ্ব সামছুজ্জামান অরুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দর্শন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে, সে লক্ষ্য কুমারখালী- খোকসার প্রতিটি জায়গায় বিদ্যুৎ সুবিধা পৌঁছে যাবে। এই সময় তিনি জননেত্রী শেখ হাসিনা সকল উন্নয়নকে সাধুবাদ জানান ও কুমারখালী বাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।