কুমারখালী, এনামুল হক ইমন :
‘মুজিববর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আহ্বানে খোকসা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শিমুল আহমেদ খান এর নির্দেশনায় খোকসা উপজেলায় পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(১৮ জুন) বেলা ১১টায় খোকসার রাস্তার ধার এবং বিভিন্ন স্কুল কলেজে এই কর্মসূচি পালন করে খোকসা উপজেলা ছাত্রলীগ।
খোকসা উপজেলা ছাত্রলীগের সুযোগ্য যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাগরের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচি সম্পূর্ণ হয়। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য আবির হোসেন আবজাল,তুষার মাহমুদ সজল,মাহাবুল হক রিদয়, মিজু আহমেদসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে খোকসা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শিমুল আহমেদ খান বলেন, কুষ্টিয়া জেলার উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কুষ্টিয়া -৩ আসনের এমপি মাহাবুব উল আলম হানিফ ভাই এবং কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি খোকসা উপজেলা হতে বার বার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খানের নির্দেশনায় ‘মুজিববর্ষের তিন মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা রাস্তার ধারে এবং বিভিন্ন স্কুল কলেজে গাছের চারা রোপণ করেছি। আশা করি বাংলাদেশ ছাত্রলীগের ১ কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি সফল হবে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারিতে আমরা অল্পসংখ্যক কর্মী নিয়ে যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে আমাদের কর্মসূচি পালন করছি।’
উল্লেখ্য, মুজিববর্ষের নানামুখী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্দ্যোগ গ্রহণ করেন।