রাহাত ইমাম নোমান, গাজীপুর :গাজীপুর,কালিয়াকৈরে অবস্থিত দুটি ব্রীজে বেহাল দশা দীর্ঘ দিন ধরে পরে আছে ।এলাকাবাসী দীর্ঘ দিন ধরে দুটি ব্রীজের যাতায়েত সমস্যায় ভুগছে । একটি ব্রীজ কালিয়াকৈর বাজারে এবং অন্যটি টান কালিয়াকৈরে অবস্থিত।কয়েক বছরেও হয়নি কোন সংস্কার। ব্রীজ দুটিতেই এক পাশ থেকে কোন একটি অটো রিক্সা কিংবা রিক্সা প্রবেশ করলে অন্য পাশ থেকে রিক্সা আসতে পারে না ।এমন কি কোন মানুষ চলাচল করতে পারে না ।এতটাই ছোট এবং চিপা। আয়তন ,প্রস্থ,দৈঘ্য অনুসারে এই দুটি ব্রীজ তৈরি এলাকাবাসীর জন্য গ্রহণ যোগ্য হয়নি । প্রতিদিন হাজারোও মানুষের চলাচল করছে এ দুটি ব্রীজের উপর দিয়ে কয়েক এলাকার লোক ।তাই এলাকাবাসী সুবিধার্থে ব্রীজ দুটির সঠিক র্নিমাণ খুবই জরুরি মনে করছে স্থানীয় লোকজন।