দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন পুলিশের অভিযানে একজন গাঁজা ব্যবসায়ী আটক হয়েছে। আজ ১৯ (জুন) সকাল ৬.৩০ মিনিটের সময় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এস,এম আরিফুর রহমান এর নির্দেশে অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তি হচ্ছেন মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার ওহাব মিস্ত্রি এর ছেলে চঞ্চল হোসেন।
পুলিশ জানায় দৌলতপুর থানাধীন প্রাগপুর বাজারের শেখপাড়া গ্রামস্থ টাইটুলের বটতলা মোড়ে পাঁকা রাস্তার উপর হতে আটককৃত এর দেহ তল্লাশী কালে তার কাছ থেকে ০১কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে আটক কৃত এর বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।