আমিন হাসান, কুষ্টিয়া : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল আজ ২০ (জুন) বিকেল ০৩.২০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মথুরাপুর শেখ পাড়া গ্রামাস্থ জনৈক আনারুল ইসলাম এর বসত বাড়ীর উত্তর পাশের্^ পাঁকা রাস্তা উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন খাসমথুরাপুর চৌধুরী পাড়া এলাকার মৃত ইমদাদুল মিয়া ছেলে সাইফুল ইসলামকে সন্দেহ হলে তার দেহ তল্লাশী করে, তল্লাশী কালে তার কাছ থেকে ৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার হয় এবং তাকে গ্রেফতার করে র্যাব-১২।। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আটককৃতের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।