রিয়াজুল ইসলাম, কুষ্টিয়া : কুষ্টিয়ায় করোনা আক্রান্ত রোগীদের খোজ খবর নিলেন পুলিশ সুপার। আজ (রবিবার) দুপুর ১২ টার সময় আক্রান্ত রোগীরা যারা বাসায় নিজ বাড়ীতে হোম আইসোলেশন চিকিসাৎসাধীন আছেন তাদের প্রত্যেকের বাড়ীতে খোঁজখবর নেন জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। সে সময় নিরাপদ ও দূরত্ব বজায় রেখে করোনা আক্রান্ত রোগী ও তার আত্মীয়স্বজনদের সাথে কথাবার্তা বলেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন ঘোষিত রেড জোনে এলাকায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ। করোনা সংক্রামন এড়াতে তিনি রেড জোন এলাকার মানুষজনকে ঘরে অবস্থান করতে বলেছেন। কোন সমস্যা দেখা দেয় তাহলে পুলিশকে অবশ্যই অবহিত করার কথা বলেন। বিশেষ প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর আজাদ রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে কুষ্টিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪৭জন, সুস্থ হয়েছেন ৮৪জন, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৪৪জন আছেন।