1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

যশোরে আজও ৯ জনের করোনা পজেটিভ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ১১০ বার নিউজটি পড়া হয়েছে

এনামুল কবির সবুজ কেশবপুর (যশোর)ঃ গত ২৪ ঘন্টায় যশোরে নয়জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৩২৫-এ দাঁড়ালো। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২০ জন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, শনিবার তাদের ল্যাবে মোট ৮৩ জনের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪টি নমুনা পজেটভ রেজাল্ট দিয়েছে। নমুনাগুলোর মধ্যে যশোরের ৪৯টি ছিল। এর মধ্যে ৯টির নমুনা পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা হলেন, সদর উপজেলার ৩ জন এদের মধ্যো ২ জন ব্যাংকার,শার্শার ১ জন,বেনাপোলের ৩ জন,ও অভয়নগরের ২ জনের ১ জন রাজঘাট ও অন্যান্য ২ জন নওয়াপাড়া বাসিন্দা, এছাড়া নড়াইলের ৩৪টি নমুনা পরীক্ষা করে ১১টি পজেটিভ হয়েছে। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে জানান ড. শিরিন। যশোরের জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, শনাক্তদের অবস্থান ও তাদের ইতিহাস জানার চেষ্টা করা হচ্ছে। রোগীদের অবস্থান জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x