আমিন হাসান, কুষ্টিয়া : কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ২২ জুন ১৪৮ টি স্যাম্পলের (কুষ্টিয়া ৯৩, মেহেরপুর ২৫, চুয়াডাঙ্গা ৩০) মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ৫ জন, কুমারখালী উপজেলায় ১ জন, দৌলতপুর উপজেলায় ১ জন, মিরপুর উপজেলায় ১জন ও খোকসা উপজেলায় ৩ জন মোট ১১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
মেহেরপুর জেলায় ৫ জন ও চুয়াডাঙ্গা উপজেলায় ৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া কুষ্টিয়া সদর উপজেলার ২ জন, দৌলতপুর উপজেলার ১ জন ও মেহেরপুর জেলার ১ জন মোট ৪ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা চৌড়হাস ১ জন, পূর্ব মজমপুর ১ জন, পশ্চিম মজমপুর ১ জন, মারকাস গলি ১ জন, চর আমলাপাড়া ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা খয়েরছাড়া, মথাপাড়া।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা মহেশকুণ্ডি।
মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা ছাতিয়ান।
খোকসা উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা চকহরিপুর ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২ জন।