1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ আদিবাসী আহত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৬২ বার নিউজটি পড়া হয়েছে
শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী শিশুসহ ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে ২১ জুন রবিবার। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে,অনিল মানকিনের মেয়ে গ্রেসি ম্রং(১৩), ইলিয়াস ম্রংয়ের স্ত্রী তৃপ্তি (৩৫), অজিত স্কোর স্ত্রী রেজিনা ম্রং(৪৫), অনিল ম্রংয়ের স্ত্রী নিলু ম্রং (৩৫) ও অনিল  মানখিনের মেয়ে গ্রেসী ম্রং(১৩)। আহতদের উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকাকুড়া গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিষ্টারসহ গ্রামবাসীরা জানান, ওই গ্রামের সমীকা ম্রংয়ের  বাড়ি আশ্রিতার কন্যা উর্সুলা ও তার সহযোগীরা অসৎ উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে তাদের নিজের নামে কাগজপত্র করে নেন। এ নিয়ে সমীকা ম্রং আদালতে নিষেধাজ্ঞাসহ একাধিক মামলা দায়ের করেন,যা চলমান রয়েছে। অপরদিকে আদালতের নির্দেশ অমান্য করে উর্সুলা ও তার লোকজন তর্কিত জমিতে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করে। রবিবার সকালে ভবন নির্মাণ কাজ শুরু করলে সমিকা ম্রংয়ের লোকজন তাদের বাধা দেয়। এসময় উত্তেজিত হয়ে উর্সুলা ম্রং ও তার লোকজন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ওই ৪ জন আহত হয়। এ ব্যাপারে সমীকা ম্রং বাদী হয়ে ৮ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানার কর্তব্যরত ডিউটি অফিসার এসআই সাইদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!