রিয়াজুল ইসলাম সেতু : কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক আবুল শাহ মারা গেছেন। আজ ২৩ (জুন) মঙ্গলবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সে দৌলতপুর উপজেলা পিয়ারপুর ইউনিয়নের সলুয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আবুল সাহা।
স্থানীয়রা জানান আবুল সাহা পাশবর্তী মাঠে কাজ করার সময় বিয়ে-সংক্রান্ত পারিবারিক বিরোধ নিয়ে প্রতিবেশী বড় ভাইয়ের ছেলে মহিউদ্দিন সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মহিউদ্দিন সাথে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে আবুল সাহা পেটের আঘাত করলে তার পেটের নাড়ি বের হয়ে যায় এবং গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা । তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান পারিবারিক বিরোধ নিয়ে প্রতিপক্ষ প্রতিবেশীর হামলায় আহত কৃষক আবুল সাহা মারা যাওয়া খবর শুনেছি। এ ঘটনায় এখনো আটক হয়নি বলে তিনি জানান।
এদিকে ঘটনার পরপরই হামলাকারী মইজুদ্দিন শাহ বাড়ির লোকজন পালিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।