কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ২৩ জুন ২০২০ মোট ২৫৬ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৯৩, মেহেরপুর ২৫, চুয়াডাঙ্গা ২০, মাগুরা ১৭, ঝিনাইদহ ১) মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১৯ জন, কুমারখালী উপজেলায় ৫ জন, ভেড়ামারা উপজেলায় ৭ জন, দৌলতপুর উপজেলায় ২ জন, মিরপুর উপজেলায় ৫ জন ও খোকসা উপজেলায় ১জন মোট ৩৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
মাগুরা জেলায় ৭ জন, মেহেরপুর জেলায় ৩ জন ও চুয়াডাঙ্গা জেলায় ৭ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া খোকসা উপজেলায় ১টি ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় আক্রান্ত ১৯ জনের ঠিকানা আমলাপাড়া ১ জন, সদর হসপিটাল ২ জন, চামড়াপট্টি মসজিদ ১ জন, চৌড়হাস ১ জন, কলেজ মোড় ২ জন, ৯৭৪/এ জোয়াদ্দার লেন ১ জন, আড়ুয়াপাড়া ১ জন, আইলচারা ১ জন, জুগিয়া ১ জন, পূর্ব মজমপুর ১ জন, ইসলামি ব্যাংক ১ জন, শাপলা চত্ত্বর ২ জন, লাহিনী বটতলা ২ জন, কাঞ্চনপুর ১ জন, মজমপুর ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা সারকান্দি ২ জন, কুন্দপুর ২ জন, ইলংগী ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানা প্রফেসর পাড়া ১ জন, নওদাপাড়া ১ জন, কলেজ পাড়া ১ জন, গোলাপনগর ১ জন, চর দামুড়দিয়া ১ জন, কাচারিপাড়া ১ জন, জগসর ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা ওয়াল্টন প্লাজা ২ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা সোনালি ব্যাংক ২ জন, বহলবাড়িয়া ১ জন, লক্ষিরধরডিয়া ১ জন, মিরপুর থানা ১ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা খোকসা থানাপাড়া।
ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।
এ জাতীয় আরো খবর ....