আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়া মডেল থানায় জীবানুনাশ করতে ওয়াশ রুম স্থাপন করা হয়েছে। যা আজ সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত উদ্বোধন করেছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সদর সার্কেল আতিকুল ইসলাম কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফাসহ আরও অনেকে। এ সময় জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত কর্মরত পুলিশ মেয়েদের জন্য তিনটি টয়লেট উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি কুষ্টিয়া মডেল থানা পরিদর্শন করেন।