আরাফাত হোসেন, কুষ্টিয়া : আজ শনিবার (২৭ জুন) কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ৩৯ টি নমুনা পরীক্ষার মধ্যে ৬ জনের নমুনার রিপোর্ট পজেটিভ আসে।
কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ মোট ২৭৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৩৯ টি নমুনা ছিল।
কুষ্টিয়া জেলায় আজ নতুন করে ৬ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ৩ জন, কুমারখালীতে ৩ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত খয়েরচাড়া মাঠপাড়ার ১ জন ও শেরকান্দির ২ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত দফাদারপাড়ার ১ জন, গঙ্গারামপুরের ২জন।
নতুন আক্রান্তের মধ্যে পুরুষ রোগী ৪ জন ও মহিলা রোগী ২ জন। এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৫৪১ জন কোভিড রোগী সনাক্ত হয়েছে। গতকাল সনাক্ত হওয়া আরও একজন রোগী ফলোয়াপ পজেটিভ হওয়ায় তাকে হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে।