ভেড়ামfরা প্রতিনিধি : কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাধীন মোকাররমপুর ইউনিয়নের ক্ষেমিড়দিয়ার মওলাহাবাসপুর ব্রিজ সংলগ্নএ ঘটনা ঘটে। আজ ২৭ জুন সকাল ১১ টার সময় দুই শিশু গোসল করতে গেলে বাড়ীর পাশের হিসনা নদীতে। গোসল করার সময় তারা দুইজন নিখোঁজ হয়। তৎক্ষনাত স্থানীয় লোকজনদের সহায়তায় তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। নিহত দুই শিশু আপন ভাই।
তারা ঐ এলাকার আব্দুর রব্বানির দুই ছেলে জিল্লু রহমান (৭) ও সুজন ইসলাম (৫)।
এলাকায় চলছে শোকের মাতম। এলাকাবাসীরা জানান বর্ষা মৌসুমে ক্যানালে পানি বৃদ্ধি পাওয়ায় তারা দুইজন গোসল করতে গেলে একসময় পানির ভিতর পড়ে যায়।