1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ১০ দফা দাবী নিয়ে সরকার ও জনগণ এখন ভাবছে না, তাদের দাবী তাদের কাছে রাখুক : কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ দুইজন গ্রেফতার খোকসায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও অবৈধ মজুদ রোধে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ায় নানা আয়োজনে ওয়ালটন ডে পালিত বিএনপির আন্দোলন সংগ্রাম শেষ, তাদের নিয়ে ভাবনার কিছু নেই: কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আল্লেকের যাবজ্জীবন কারাদন্ড ঢাকাগামী বাস উল্টে নিহত ১৬ বিদেশীদের কাছে বিএনপির দৌড় ঝাপ বা কোন ধরনের ষড়যন্ত্র করে লাভ হবে না : মাহাবুব উল আলম হানিফ দৌলতপুরে আবারও খুন কুষ্টিয়ায় যুবলীগ নেতা ও ইউপি মেম্বর কাজলকে কুপিয়ে হত্যা

শেরপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গণ ধূলাইয়ের শিকার এক ব্যক্তি 

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪৬৬ বার নিউজটি পড়া হয়েছে
শেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের ঝিনাইগাতীতে চাঁদা না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন লোকমান হোসাইন (৫৫) নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটে ২৬ জুন শুক্রবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামে। লোকমান হোসাইন ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। এই ঘটনায় উভয় পক্ষ থেকে থানায় পৃথকভাবে দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে ও নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা জানান, স্পোর্টিং ক্লাবের নামে ২০১৯-২০ অর্থবছরে কাবিটা প্রকল্পের দেড় লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু সঠিক সময়ে কাজ করতে না পারায় কর্তৃপক্ষ ওই ক্লাবের কাজটি বন্ধ করে দিয়ে প্রকল্পটি পরিবর্তন করে দেয়। এদিকে লোকমান হোসাইন ওই প্রকল্পের কাজ না করে উক্ত টাকা আত্মসাতের অভিযোগ এনে স্পোর্টিং ক্লাবের সভাপতি আল-আমিন সুইট ও তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা  দাবি করে। ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা ও স্পোর্টিং ক্লাবের সভাপতি আল-আমিন সুইট চাঁদা দিতে অস্বীকার করেন। এ সময় লোকমান হোসাইন ওই প্রকল্পের ১ লাখ ৫০হাজার টাকা উত্তোলন করে ক্লাবের সদস্যদের সহায়তায় ইউপি চেয়ারম্যান আত্মসাৎ করে মর্মে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত ১০টায় চৌরাস্তা বাজারে ক্লাবের সদস্য ও লোকমান হোসাইন এর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লোকমান হোসাইন লোহার রড এনে স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি সুজন মাহমুদ সোহেল এর উপর আঘাত করে। এসময় ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় বাসিন্দারা লোকমান হোসাইনকে গণধোলাই দেয়। এক পর্যায়ে লোকমান হোসাইন দৌড়ে পালানোর সময় একজন তাকে আটকানোর চেষ্টা করে। তখন শরীরে থাকা শার্ট ও পরনের লুঙ্গি ফেলে রেখে লোকমান হোসাইন চম্পট দেয়। এ ব্যাপারে লোকমান হোসাইন এর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে লোকমান হোসাইন এর দায়ের করা অভিযোগে তার ওপর আক্রমণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। সঠিকতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা আরো বলেন, ২০১৮-১৯ অর্থবছরে তার ইউনিয়নের এলজিএসপির বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করা হয় মর্মে লোকমান হোসাইন তার নামে অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন। ঘটনাটি তদন্তে আত্মসাতের ঘটনাটি মিথ্যা প্রমাণিত হয় বলে জানা গেছে। উল্লেখ্য লোকমান হোসাইন এলাকায় দীর্ঘদিন থেকে কখনো র্যাবের সোর্স, কখনো ডিজিএফআই কখনো এনএসআই আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x