এনামুল হক ইমন কুমারখালী উপজেলা প্রতিনিধি : করোনা ভাইরাস যুদ্ধের শুরু থেকেই সম্মুখ যোদ্ধা হিসেবে সার্বক্ষণিক মাঠে আছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাজীবুল ইসলাম খান।ভাইরাসটির প্রাদুর্ভাব প্রতিরোধে সরকারি সকল নির্দেশনা জনগণকে মান্য করাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। শুধু অভিযান নই, অফিসের সকল কার্যক্রম চলমান রেখে করোনা ভাইরাসে আক্রান্ত সকল ব্যক্তিদের নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি সকল সুযোগ সুবিধা ও করনীয় তথ্য দৌড়গড়ায় পৌছে দিচ্ছেন এই মানবিক ইউএনও। সোমবার(২৯ জুন) দুপুুুরের উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১৫ জন ব্যক্তির বাড়ি বাড়ি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঝুড়ি ভরা খাদ্য সহায়তা সামগ্রী পৌছে দিয়েছেন তিনি। এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, পৌর ওয়ার্ড কমিশনার, ইউপি সদস্য, গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।