রিয়াজুল ইসলাম সেতু, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের আয়োজনে আজ ৩০ জুন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির সাথে ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ায় মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসন ও সাংবাদিকদের সাথে কানাডা থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হন হানিফ এমপি। ইতোমধ্যে তিনি কুষ্টিয়ায় পিসিআর ল্যাব স্থাপন, আইসোলোশন সেন্টার স্থাপন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ফ্লু কর্ণার স্থাপন, করোনা আক্রান্ত রুগীদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী ও ঔষধ পথ্য সরবরাহের সার্বিক ব্যবস্থা করেছেন যা চলমান রয়েছে। ছাত্রলীগের স্বেচ্ছাসেবী টিম হাসপাতালে করোনা রুগীদের সেবাই নিয়োজিত রয়েছে। জুমমিটিং এর মাধ্যমে কর্মরত চিকিৎসকদের সাথে চিকিৎসার খোঁজ খবর ও পরামর্শ দিয়ে থাকেন। এরই অংশ হিসেবে আজ কুষ্টিয়া সদর উপজেলায় প্রশাসন ও মিডিয়ার সাথে অংশ গ্রহণ করেন মাহবুবউল আলম হানিফ এমপি। কুষ্টিয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান, অতিরিক্ত জেলা প্রশাসক, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতিসহ প্রশাসন ও গণমাধ্যমকর্মীরা এতে যুক্ত হন। সবশেষে তিনি অসচ্ছল দলীয় নেতাকর্মী এবং সাংবাদিক, ফটো সাংবাদিক ও টিভি ক্যামেরা পার্সনদের মাঝে আর্থিক সহায়তা ও করোনা সুরক্ষা পিপিই প্রদান করেন।