ঢাকা অফিস : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা’র কারা অনুবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন ২০১৯-২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন।গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭ অনুযায়ী মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনমূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ এক অফিস আদেশের মাধ্যমে সুরক্ষাসেবার কারা অনুবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেনের নাম ঘোষণা করেন।
শুদ্ধাচার পুরস্কারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবার অপর দুই জন হলেন সুরক্ষা সেবা বিভাগের অধীনস্হ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন এবং সুরক্ষা সেবা বিভাগের অফিস সহায়ক মোঃ নবী হোসেন।