মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া কর্মকর্তাকে নিয়ে বিতর্ক ওঠায় তার জায়গায় আরেকজনকে ওই পদে দায়িত্ব দিয়েছে সরকার।কৃষিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মুনসুর আলম খানকে মেহেরপুরের নতুন ডিসি হিসেবে বদলি করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুরের ডিসি হিসেবে বদলির আদেশও একইসঙ্গে বাতিল করা হয়েছে।
গত ২৫ জুন ঢাকা, মেহেরপুরসহ নয় জেলায় ডিসি পদে রদবদল এনেছিল সরকার। কিন্তু মেহেরপুরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া শহিদুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি করতেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ফেইসবুকে ওই আলোচনা শুরুর পর সেটা ‘মিথ্যা প্রপাগান্ডা’ আখ্যায়িত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিতও দিয়েছিলেন শহিদুল।
গত ২৫ জুন মেহেরপুরের ডিসি মো. আতাউল গনিকে টাঙ্গাইলের ডিসি হিসেবে বদলি করা হলেও তিনি এখনও মেহেরপুরে দায়িত্ব পালন করছেন। শহিদুল সেখানে যোগ দেননি বলে মেহেরপুর জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন।