দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রামের আজিম উদ্দিন মন্ডলের ছেলে শিমুল ওরফে শ্যামলের বাড়িতে আজ (শনিবার) ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল জব্বারের অভিযানে বাড়ি তল্লাশি করে বক্স খাটের ভেতর থেকে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় একই উপজেলার গরুড়া ডিজিটি মোড়ের রেজাউল সর্দারের ছেলে বিশিষ্ট মাদক ব্যবসায়ী সামিরুল কেও একই বাড়ি থেকে আটক করে পুলিশ। জানা যায় আনুমানিক ভোর তিনটার দিকে মাদক কারবারি সামিরুল, শ্যামলের কাছে মাদকের এই চালান পৌঁছে দিতে তার বাড়িতে আসে এবং এ সময় এলাকার কিছু মানুষ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ অভিযানটি পরিচালনা করে।