এনামুল হক ইমন,কুমারখালী: কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে বাদল মুখার্জি নামক একজন পল্লী চিকিৎসক কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা গিয়েছেন। গত ২০ জুন তাকে করোনায় আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষা করে পজিটিভ হয়। পরবর্তীতে তাকে কুষ্টিয়া কোভিড হসপিটালের আইসোলশোনে ভর্তি রাখা হয়। তার অবস্থার উন্নতি হলে গত ৫ জুলাই বাড়িতে আনার পথে অবস্থার আবার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয় এবং গতরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ব্যাপারে কুমারখালী উপজেলা পরিবার পঃপঃ ডাঃ মোঃ আকুল উদ্দিন জানান, ষাটোর্ধ বাদল মুখার্জি নামক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।