কুমারখালী উপজেলা প্রতিনিধি এনামুল হক ইমন : কুষ্টিয়া কুমারখালী উপজেলার চর সাদীপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে উলুবন কাটতে আসে ভেড়ামারা বাহাদুরপুর গ্ৰামের দুই নৌকায় করে মোট ১৩ জন। ৭ জুলাই মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় ট্রলার ডুবির ঘটনা ঘটে। এই সময় একটি ট্রলারে ৯ জনের মধ্যে ৪ জন নিখোঁজ হয় বাকি ৯ জন সাঁতরিয়ে পারে উঠে। ট্রলার ডুবির সত্যতা নিশ্চিত করেছেন চর সাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন তিনি জানান নিখোঁজদের উদ্ধারে কুমারখালী নির্বাহী অফিসার ও পাবনা সদর উপজেলার নির্বাহী অফিসার কে জানানো হয়েছে। উদ্ধার কাজে কুমারখালী ফায়ার সার্ভিস ও পাবনা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।