ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে ৩ জন আহত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের ভাদালিয়া বাজার স্বস্তিপুর মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা জেনারেল হাসপাতালে পাঠান। তবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
জানা যায়, কুষ্টিয়া শহরের ঘোড়ারঘাট থেকে বালি বোঝায় করে একটি ট্রাক (যশোর-ট ১১-৫০১৬) যশোর যাচ্ছিল। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি অটো রিক্সা কুষ্টিয়া শহরে যাওয়ার জন্য রওনা হলে ভাদালিয়া বাজার এলাকায় পৌছালে ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় আটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুঠে যায়, পুলিশ সদস্যরা।
কুষ্টিয়ার পুলিশ ফারির ইনচার্জ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটক করা সম্ভব না হলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।