রিয়াজুল ইসলাম, কুষ্টিয়া : মহামারী করোনায় পরিস্থিতি নিয়ে হাটে যেয়ে গরু কেনা বা বিক্রী করা দুইটি জীবনের জন্য ভয়ানক হতে পারে। তাই কুষ্টিয়া জেলা প্রশাসকের উদ্যোগে একটি অনলাইন ওয়েবসাইট খোলা হয়েছে। যাতে করে ক্রেতা বা বিক্রেতা দুজনেই এখান থেকে কোরবানীর পশু কিনতে পারে। শুধুমাত্র কোরবানী পশুর বিক্রয়যোগ্য পশু থাকলে তার ছবি, সম্ভাব্য ওজন, বিক্রেতার নাম ঠিকানাসহ পোস্ট করুন কোরবানি পশুর হাট কুষ্টিয়া তে। আপলোড দেওয়ার জন্য বলা হয়েছে।
সম্মানিত ক্রেতাগন এই করোনাকালীন সময়ে হাটে না গিয়ে এই পেজ থেকে পশু কিনতে পারেন অথবা মোবাইলে কথা বলতে পারবেন অথবা পোস্টে দেয়া ঠিকানায় গিয়ে পশু দেখে ক্রয় করতে পারেন।
https://www.facebook.com/kushtiaposuhat