1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

মিরপুরে সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরনে কামারুল আরেফিন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৩৮৪ বার নিউজটি পড়া হয়েছে

কাঞ্চন কুমার ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ উদ্যোগে প্রশিক্ষিত দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, ছাত্রীদের মাঝে বাইসাকেল, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সকল উপকরণ সমূহ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন। নারীদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন প্রশিক্ষন প্রদানের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তুলছে।
তিনি আরো বলেন, এই করোনার সংকটে সরকারী নির্দেশনা সকলকে মেনে চলতে হবে। নিরাপদ দুরুত্ব বজায় রাখতে হবে। করোনাকালে কর্মহীন হয়ে পড়া মানুষদের আথিক অনুদানসহ সহায়তা প্রদান করা হচ্ছে। আপনারা নিরাপদে থাকুন সুস্থ্য থাকুন।
মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষের পরিচালনায় বিশেষ অতিথির মিরপুর পৌর মেয়র এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবি, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল, মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, ধুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মিলন, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাসমেদ আলী, উপজেলা সমবায় কর্মকর্তা নাজনীন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তামান্নাজ খন্দকার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সোহাগ রানা, উপজেলা পরিসখ্যান কর্মকর্তা শেখ ফরিদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কুমার চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপজেলার প্রশিক্ষিত ৩০ জন দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, ৫০টি নলকূপ, ২০ জন ছাত্রীকে বাইসাইকেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!