1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ২

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ২২১ বার নিউজটি পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি; শেরপুরের ঝিনাইগাতীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ২জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে ১১জুলাই শনিবার উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের খামারপাড়া গ্রামে। আহতরা হচ্ছেন ওই গ্রামের ফরহাদ আলীর স্ত্রী লাকী বেগম (৫০) ও তার ছেলে শাজাহান ইসলাম (৩৫)। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, শাজাহান ইসলামের বাড়ির সামনে বৃষ্টির পানিতে রাস্তার কিছু অংশ ভেঙ্গে যায়। শনিবার সকালে শাজাহান নিজ উদ্যোগে ভাঙ্গা রাস্তাটি মেরামত করতে যায়। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের সুরুজ্জামান ও ওবাইদুল ইসলামের নেতৃত্বে ৫-৬ জন সহযোগীকে নিয়ে শাজাহানের উপর আক্রমন করে। এসময় শাজাহান গুরুত্বরভাবে আহত হওয়ার পাশাপাশি একটি দাঁত ভেঙ্গে যায়। শাজাহানের ডাক-চিৎকারে তার মা লাকী বেগম তার ছেলেকে উদ্ধার করতে এলে তাকেও পিটিয়ে আহত করে। এবং টানা হেচড়া করে, শ্লীলতা হানি ঘটায়। এ ব্যাপারে শাজাহান ইসলাম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অপরদিকে থানায় অভিযোগ করায় অভিযুক্তরা অভিযোগকারীকে নানাভাবে ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদর্শন করে আসছেন। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন শাজাহান ও তার পরিবারের লোকজন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিকের সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগটি এখনো আমার হাতে পৌছায়নি। এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। থানার ডিউটি অফিসার সাজেদুল ইসলাম বলেন, অভিযোগটি পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!