1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

ভেড়ামারা রাস্তায় বালি টানতে টানতে এখন ব্যর্থ হচ্ছেন চালকরা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৪১৬ বার নিউজটি পড়া হয়েছে

ভেড়ামারা প্রতিনিধি : ভেড়ামারায় প্রান্তিক অর্থনীতির মাজা ভেঙ্গে দিতে তৎপর স্বার্থান্বেষী মহল। তিন বছর যাবৎ ভেড়ামারা-নতুন হাট- গোলাপনগর-বাহাদুরপুর-কুচিয়ামোড়া-রায়টা-জুনিয়াদহ-সোনাইকুন্ডি-আল্লারদর্গা সড়কটির বেহাল দশা। সড়ক পুকুরে পরিণত। ত্রাহি অবস্থা উপজেলার ৬০ শতাংশ অধিবাসীর। অভিভাবকত্বহীন অবস্থায় ভেড়ামারার উন্নয়ন ও জনগণের স্বার্থ।
ফেসবুক থেকে সংবাদপত্র, সরকারি ও বেসরকারি টেলিভিশন সহ অসংখ্যবার রাস্তার সঙ্গীন অবস্থা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হতে দেখা গেলেও দূর্গতি নাশে কোন ব্যবস্থাই নেন নি দায়িত্বশীল কর্তৃপক্ষ। এদিকে প্রতিদিন শত শত ট্রাক বালু পরিবহনে সড়কটিকে ইচ্ছেমত ব্যবহার করার ফলে দীর্ঘ প্রায় ১৫/২০ কি:মি: সড়কের স্বাভাবিকত্ব ও শ্রী অনেক আগেই হারিয়ে ফেলেছে। জুনিয়াদহ পুলিশ ক্যাম্পের নিকটেসহ রাস্তার ১৫/২০ টি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এগুলো দেখে মনে হচ্ছে সড়ক নয় এ যেন পুকুর। যান চলাচলে এরুপ অব্যবস্থাপনা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে চলে আসছে। এলাকাবাসী সড়কের খানা-খন্দে কলাগাছ ও ধানের চারা রোপন করেও প্রতিবাদ করেছে। এলাকাবাসীর ভাগ্যোন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যারা জনপ্রতিনিধি হিসেবে আবির্ভুত তারাও এই জনগুরুত্বপূর্ণ সড়কের সংস্কার নিয়ে ইতিবাচক সহমর্মিতা দেখাতে ব্যর্থ হয়েছেন। সড়ক ব্যবহারকারী লোকজন এই বেহাল দশা দূরীকরণের অপেক্ষার প্রহর লম্বা হওয়ায় হতাশ হয়ে পড়েছেন। তাদের অভিব্যক্তি এই যে, কাগজে কলমে অভিভাবক থাকলেও এই জনপদের মানুষ কার্যত যেন অভিভাবকহীনতা অনুভব করছেন। এলাকাবাসী আশংকা করছেন কোন অপশক্তি বা মহল বিশেষ নিজেদের রাজনৈতিক দুরভিসন্ধির অংশ হিসেবে রাস্তাটির সংস্কার উদ্যোগকে সফল হতে দিতে চান না।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!