আরাফাত হোসেন, কুষ্টিয়া : সন্ত্রাস চাঁদাবাজ, মানবপাচার, ইভটিজিং, বাল্যবিবাহ ও এলাকার আইন শঙ্খলা বিষয়ে আজ (বুধবার) বিকাল ৪ টার সময় আইলচারা মহাবিদ্যালয় হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, আইলচারা মহাবিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ, কেএনবি এগ্রো’র সভাপতি কামরুজ্জামান নাসির, আইলচারা ইউনিয়নের সভাপতি তালেব হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আসন্ন ঈদ উপলক্ষে আইলচারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, গ্রাম পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহিত আলোচনা করেন কিভাবে আইন শৃঙ্খলা ঠিক রাখা যাবে সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এসময় অনেক জায়গায় গরু চুরির ঘটনা ঘটতে পারে সে বিষয়েও আলোচনা হল। সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে গরুর হাটে কেনাবেচা হবে তারও দিকনির্দেশনা দেওয়া হয়
প্রধান অতিথি বলেন, মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গীবাদ আমাদের দেশের প্রধান সমস্যা। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সামাজিক সমস্যা নিরসনে কাজ করতে হবে।
মাদক এবং সন্ত্রাস আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে। দেশ আমাদের সকলের, তাই দেশকে ভালো রাখার দায়িত্বও সকলের। শুধু পুলিশ ও প্রশাসনের ওপর সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে দেশকে নিরাপদ রাখা যাবেনা।