দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে করোনা আক্রান্ত হয়ে সুশান্ত কুমার সরকার (৬২) নামে এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আল্লারদর্গা হলুদবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। সে একই এলাকার মৃত ননী গোপাল সরকারের ছেলে।
সুশান্তের স্বজনরা জানান, কয়েকদিন ধরে সুশান্ত অসুস্থ্য বোধ করলে করোনা টেষ্টের জন্য তিনি নমুনা দেন। গত শুক্রবার রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে করোনা পজেটিভ রিপোর্ট আসার পর তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতে শ^াসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসা কেন্দ্রে নেওয়ার আগেই সুশান্ত কুমার সরকারের মৃত্যু হয়। সুশান্ত স্থানীয় আল্লারদর্গা বাজারে দীর্ঘ দিন ধরে মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী করোনায় আক্রান্ত হয়ে সুশান্তের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের তত্বাবধানে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে রবিবার সকালে ভেড়ামারা শ্মশান ঘাটে করোনা মৃত সুশান্ত কুমার সরকারের সৎকার করা হয়। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫জনে।