ঢাকা অফিস : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুইজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার হিসেবে এতথ্য পাওয়া যায়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে দুইজনসহ বর্তমানে তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এ বছরে এখন পর্যন্ত ৩৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৩৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, মশাবাহিত এ রোগে গত বছরে ১৭৯ জনের মৃত্যু হয়েছে।