রিয়াজুল ইসলাম সেতু, কুষ্টিয়া : বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, সাহিত্যিক, সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের জন্মদিন আজ । কাঙাল হরিনাথ মজুমদারকে বলা হয়, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ। তিনি ১২৪০ বঙ্গাব্দ ৫ শ্রাবণ কুষ্টিয়া কুমারখালি পৌর এলাকার কুন্ডু পাড়ায় জন্মগ্রহণ করেন।
তার সম্পাদনায় গ্রামবার্ত্তা প্রকাশিকা’ প্রকাশিত হতো কুমারখালি থেকে। পত্রিকাটি ১৮৬৩ সাল (বৈশাখ ১২৭০) থেকে বিভিন্ন পর্যায়ে প্রায় ২২ বছর প্রকাশিত হয়।
কাঙাল হরিনাথ ১৮৫৪ সালের ১৩ জানুয়ারি কুমারখালিতে একটি বাংলা স্কুল স্থাপন করেন এবং সেখানে অবৈতনিক শিক্ষকতায় নিযুক্ত হন। নারীশিক্ষা প্রসারের লক্ষ্যে তার উদ্যোগে ১৮৬৩ সালে কুমারখালিতে একটি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। বর্তমানে সেটি ‘কুমারখালি সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়’ হিসেবে পরিচিত।
এইবারই প্রথম, করোনা ভাইরাসের সংক্রমনের কারনে কাঙাল হরিনাথ মজুমদারের ১৮৭তম জন্মবার্ষিক উপলক্ষে তার কাঙাল কুঠির বার কাঙাল হরিনাথ মিউজিয়ামে নেই কোন আনুষ্ঠানিকতা।