নিজস্ব প্রতিবেদক।। কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির উদ্যোগে আজ বিকেল ৫ টায় কেপিসির কার্যালয় থেকে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার মিডিয়াবান্ধব ডিসি মোঃ আসলাম হোসেন। তিনি বলেন, কাঙাল হরিনাথ মজুমদার ছিলেন সমাজের শিক্ষক। তিনি একাধারে সাংবাদিকতার পথিকৃ ও সমাজ সংস্কারক। কাঙাল হরিনাথের জীবন ও দর্শন সাংবাদিকদের চলার পথের পাথেয়। সাংবাদিক সমাজের গর্ব যে তাদের কাঙাল হরিনাথের মত একজন পূর্বসূরী, অগ্রজ, অগ্রদূত, পথিকৃৎ রয়েছেন। তিনি কাঙালের জন্মদিনে সকল সাংবাদিকের মঙ্গল কামনা করেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সহ সভাপতি ওমর ফারুক, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ। প্রধান আলোচক ছিলেন, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। স্বাগত বক্তা ছিলেন কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা। সভাপতিত্ব করেন কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সঞ্চালনা করেন সাংবাদিক লেখক ইমাম মেহেদী।