এনামুল হক ইমন,কুমারখালী : কুমারখালী পৌর ১ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে পৌর মেয়র সামসুজ্জামান অরুণের সাহসী পদক্ষেপ। পৌর ১ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে। সংবাদ পত্রের মাধ্যমে কুমারখালী পৌর ১ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন নিয়ে রিপোর্ট প্রকাশ হয়। তারি পরিপ্রেক্ষিতে পৌর মেয়র জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করে। এই ওয়ার্ডের দীর্ঘ দিনে ধরে জলাবদ্ধতা কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। এই ওয়ার্ড কুমারখালী উপজেলা পরিষদ, মহিলা কলেজ, উপজেলা কোয়ার্টার, খেলার মাঠ, আবাসিক এলাকা, বিশিষ্ট ব্যক্তিদের বসবাস এই এলাকায় । বছরের পর বছর জলাবদ্ধতা নিরসনে কেউ কোন উদ্যোগ নেয়নি। কুমারখালী পৌর পিতা সামসুজ্জামান অরুণ ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান জলাবদ্ধতা বিষয়টি অবহিত করা হয়। এরি পরিপ্রেক্ষিতে কুমারখালী পৌর মেয়র ১নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে বৃহস্পতিবার সকাল থেকে নিজে দাঁড়িয়ে থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এই সময় পৌর মেয়র বলেন এই ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে আমি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। এখন আর যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেই বিষয়ে সজাগ থাকবো। ১নং ওয়ার্ডে র কাউন্সিলর আনিছুর রহমান বলেন এই ওয়ার্ডের জলাবদ্ধতা অনেক দিনের। আপনারা নিউজ করেছেন পানি নিষ্কাশনের জন্য। আমরাও এই বিষয়ে প্রযোজনিয় ব্যবস্থা গ্রহণ করেছি। দীর্ঘ দিনের পানি নিষ্কাশনের ব্যবস্থা করবার জন্য এলাকা বাসী খুবই আনন্দিত।ওয়ার্ড বাসিন্দা উৎপল বলেন মেয়র সাহেব র উদ্যোগ কে সাধুবাদ জানাই। সেই সঙ্গে এলাকায় দীর্ঘ দিনের জলাবদ্ধতা দুর হবে এমন আশা আমাদের। পৌর মেয়র সামসুজ্জামান অরুণের সাহসী পদক্ষেপে কুমারখালী জুড়ে প্রশংসিত হয়েছে।