রিয়াজুল ইসলাম সেতু, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারা থানাধীন বাহির ষোলদাগ নামক স্থানে নিজের জমিতে গাঁজার চাষ করেছিলেন মাদক ব্যবসায়ী রকিব। এমন খবর জানতে পেরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তারের নির্দেশনায় পরিদর্শক বেলাল হোসেনের সহযোগিতায় আজ (বৃহস্পতিবার) সকাল ৭ টার সময় কুষ্টিয়া হাডিং ব্রীজের সংলগ্নে অভিযান চালিয়ে ৫৫টি গাঁজা গাছ জব্দ করেছে এবং একজন আটক করেন।
আটকৃত হলেন ভেড়ামারা থানাধীন বাহিরচর ষোলদাগ এলাকার আয়েত উল্লাহ প্রামানিকের ছেলে রকিব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার জানান, বাহিরচর ষোলদাগ গ্রামের মাদক ব্যবসায়ী রকিব তার নিজস্ব জমিতে বাগান তৈরি করে। ওই বাগানে গাঁজার চাষ করে এলাকায় বিক্রি করে আসছিল সে। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ভেড়ামারা নির্বাহী অফিসার ও মাদক দ্রব্যের কর্মকর্তা সেখানে অভিযান চালায়। এ সময় তার জমি থেকে চাষ করা ৫৫টি গাঁজা গাছ জব্দ করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে রকিব পালানোর চেষ্টা করলে আমরা তাকে ধরতে সক্ষম হই। এ ঘটনায় রকিবকে আসামি করে কুষ্টিয়া সদর থানায় মামলা করা হয়েছে, যার মামলা নং-১৭, তারিখ-২৩/০৭/২০২০।